রাজ্যের খবর

নন্দীগ্রামে রাম মন্দিরের ভিত্তিস্থাপন, অনুষ্ঠান শান্তিপূর্ণ ভাবে করতে তৎপর পুলিশ

Police are working to ensure peaceful foundation laying of Ram temple in Nandigram

Truth Of Bengal: একদিকে রামনবমী অন্যদিকে নন্দীগ্রামে রাম মন্দিরের ভিত্তিস্থাপন অনুষ্ঠান। জেলায় অশান্তি এড়াতে তৎপর পুলিশ৷ মোতায়েন করা হয়েছে মোড়ে মোড়ে পুলিশ। রয়েছে টহল গাড়ি।

রাজ্যে আজ রামনবমীর শুভক্ষণে রামমন্দিরের শিলান্যাস। নন্দীগ্রামের সোনাচূড়ায় আজ রামমন্দিরের শিলান্যাস হবে আজ। শিলান্যাস এর  আগে ভাঙ্গাবেড়িয়া থেকে সোনাচূড়া পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপরই ঘটা করে করা হবে শিলান্যাস।

ইতিমধ্যে পূজার্চনা শুরু হয়ে গিয়েছে। ভক্তরা দলে দলে নন্দীগ্রামের অভিমুখে যাচ্ছেন। পূজার্চনা ও নাম কীর্তনে মেতে উঠেছে ভক্তরা। আর যাতে রামনবমী কে ঘিরে কোনও রকম অসান্তি না হয় তার জন্য নজরদারি শক্ত করেছে পুলিশ। পুলিসের পক্ষ থেকে দফায় দফায় চলছে টহল।

পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য জানিয়েছেন, রামনবমী ও নন্দীগ্রামে রাম মন্দিরের ভিত্তিস্থাপনকে ঘিরে যাতে কোনো রকম অশান্তি সৃষ্টি না হয় তার জন্য পুলিশ। সিভিক ভলেন্টিয়াররা ও উচ্চ পদমর্যাদার পুলিশ মোতায়েন করা হয়েছে৷ একাধিক টহল গাড়ি রাস্তায় রয়েছে। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আমাদের নজর থাকবে।

Related Articles