এবার স্কুলে পৌষ পার্বণ উপলক্ষে পিঠে পুলি উৎসব, উৎসবে মাতয়ারা ছাত্র-ছাত্রী সহ স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা
Pithe Puli Utsav is celebrated in school

The Truth of Bengal: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এই তেরো পার্বণের মধ্যে অন্যতম পার্বণ হল পৌষ পার্বণ। আগামী ১৫ই জানুয়ারি সোমবার মকর সংক্রান্তি ঘরে ঘরে পালিত হবে পিঠেপুলির উৎসব। প্রতিটি ঘরেই মা ও ঠাকুমাদের হাতের তৈরি পিঠে পুলির স্বাদ সকলেরই জিভে জলআনে।বর্তমান যুগে সেইসব রীতিনীতি যেন হারিয়ে যেতে বসেছে।
তাই বর্তমান প্রজন্মকে সেই পুরনো দিনের রীতিনীতি মনে করে দিতেই পৌষ পার্বণ উপলক্ষে অভিনব উদ্যোগ নিল রায়গঞ্জ পার্বতী দেবী জিএসএফপি স্কুলের প্রধান শিক্ষক সহ স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা। রায়গঞ্জ পার্বতী দেবী জিএসএফপি স্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে পৌষ পার্বণ উপলক্ষে পিঠে পুলি উৎসব পালন করা হয়। এই পিঠে পুলি উৎসবে হরেক রকমের পিঠেপুলির দেখা মেলে, মিষ্টি আলুর রস বড়া,নলেন গুড়ের পায়েস, পাটিসাপটা,মালপোয়া।
স্কুল প্রাঙ্গনে এই হরেক রকমের পিঠেপুলির পড়র্সা দেখে যেন ছাত্র-ছাত্রীদের জিভে জল আনে। স্কুলের এহেন উদ্যোগ দেখে খুশি রায়গঞ্জ মহকুমা শাসক সহ ছাত্র-ছাত্রীর অভিভাবকরা। এদিনের এই পিঠে পুলি উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন রায়গঞ্জ মহকুমা শাসক কিংশুক মাইতি, রায়গঞ্জ পার্বতী দেবী জিএসএফপি স্কুলের প্রধান শিক্ষক অরূপ কান্তি ঘোষ সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা।