রাজ্যের খবর

সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন, দ্রুত গতিতে এগোছে কাজ

North Bengal

The Truth of Bengal: উত্তরবঙ্গবাসীর বিচার পেতে আরও সুবিধা হবে। ২৪-এ হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হবে। নির্মাণকাজ খতিয়ে দেখে এমনটাই জানিয়েছেন বিচারপতি বিশ্বজিত্ বসুও শম্পা সরকার। দুবছর আগে প্রশাসন এই স্থায়ী ভবন তৈরির ছাড়পত্র দেয়। তারপর কিছু সময় লাগে। এখন কাজে গতি  দেখে অনেকে অনুমান করছে জুলাইয়ের মধ্যে কাজ সম্পন্ন হতে পারে।নানা .টানাপড়েনের পরে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন তৈরির ছাড়পত্র মিলেছে। প্রশাসনিক সবুজসংকেত মেলার পরই কাজে তত্পর বাড়ে। এই হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো নির্মাণে রাজ্য সরকার খরচ করে ৩৭৭কোটি টাকা।২০২১-র ৬ ফেব্রুয়ারি অর্থ দফতর এই অনুমোদন দিয়েছে।

রাজ্যের পূর্ত দফতরের টেন্ডার কমিটি চূড়ান্ত ছাড়পত্র দিয়ে দ্রুত কাজ শুরুর সবুজ সঙ্কেত দেয়। পূর্ত দফতরের নর্থ জ়োনের  বাস্তুকাররা জানান, “সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন তৈরির টেন্ডার গৃহীত হয়েছে। সেইমতো কাজ চলছে,কেমন কাজ চলছে তা হাইকোর্টের বিচারপতিরা খতিয়ে দেখলেন। জুন-জুলাই মাসের মধ্যেই জলপাইগুড়িতে  হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোয় আদালতের কাজ শুরু করা যাবে। মনে করছেন হাই কোর্টের অন্যতম দুই বিচারপতি বিশ্বজিৎ বসু ও শম্পা সরকার। শনিবার জলপাইগুড়িতে হাই কোর্টের সার্কিটের স্থায়ী পরিকাঠামোর নির্মাণকাজ ঘুরে দেখেন তাঁরা। প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন।

নির্মাণকাজ কাজ দেখে তাঁরা সন্তুষ্ট বলে জানান। স্থায়ী পরিকাঠামোর জমি সংক্রান্ত কোনও জটিলতা আছে কি না তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন দুই বিচারপতি। স্থায়ী পরিকাঠামোর মোট জমির পরিমাণ ঠিকঠাক আছে কি না তা খতিয়ে দেখতে আগামী ৩০ নভেম্বর জমি জরিপ করা হবে বলে আইনজীবীদের সূত্রে খবর। ওই পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য সরকার মোট ৪০.০৮ একর জমি দিয়েছিল। জলপাইগুড়ি শহর লাগোয়া পাহাড়পুর মোড়ের কাছে, জাতীয় সড়কের ধারে গড়ে  উঠতে চলা এই সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন কবে গড়ে ওঠে তারই অপেক্ষায় উত্তরবঙ্গবাসী।

Related Articles