সিউড়িতে পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ মোমবাতি মিছিল সংখ্যালঘু সম্প্রদায়ের
Peaceful candlelight procession in Siuri to protest against Pahalgaon terror attack by minority community

Truth of Bengal: কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে সিউড়ির মাদ্রাসা রোড থেকে এক ব্যতিক্রমী শান্তিপূর্ণ মোমবাতি মিছিল বের হয়। ইমাম, মসজিদের মুসল্লি, সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা-পুরুষ মিলিয়ে অনেকেই হাতে মোমবাতি ও ভারতের জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশ নেন। সকলের বুকে ছিল কালো ব্যাজ, মুখে ছিল নীরব প্রতিবাদের দৃঢ় প্রত্যয়।
মিছিলটি সিউড়ি শহরের মাদ্রাসা রোড থেকে শুরু হয়ে জেলাশাসকের দপ্তরের সামনে শহীদ বেদীতে গিয়ে শেষ হয়। সেখানে নিহতদের আত্মার শান্তির জন্য দোয়া করা হয় এবং শহীদ বেদীতে মোমবাতি প্রজ্বালন করা হয়। কাশ্মীরের মর্মান্তিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানানো হয়।
চেয়ারম্যান কাজী ফৌজ উদ্দিন বলেন, “ধর্মের নামে বিভেদ নয়, আমরা আগে ভারতবাসী। কাশ্মীরে যেভাবে মায়ের কোল খালি হয়েছে, তা আমাদের সকলেরই ব্যথা। এই ধরনের জঙ্গি নৃশংসতার বিরুদ্ধে সকল ভারতবাসীকে একযোগে প্রতিবাদ করতে হবে। হিন্দু-মুসলিম বিভেদ তৈরি করে বাংলাকে ভাগ করা চলবে না।”
মিছিলের প্রতিটি মুহূর্তেই ফুটে উঠেছে ভারতীয় সংহতি ও মানবতার বার্তা — বিভেদের দেয়াল ভেঙে হাতে হাত মিলিয়ে কাশ্মীরের শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন সিউড়ির সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন।