ডুয়ার্সে ফিরল স্বস্তি, চিতা বাঘকে উদ্ধার করে জঙ্গলে ফেরাল বন দফতর
Peace returns to Dooars, Forest Department rescues leopard and returns it to the forest

Truth Of Bengal: ফের ডুয়ার্সের চা বাগান থেকে উদ্ধার চিতা বাঘ । রবিবার ( ৯ মার্চ) রাতে আলিপুরদুয়ার জেলার লঙ্কাপাড়া রেঞ্জের হান্টাপাড়া চা বাগান থেকে এই চিতা বাঘটিকে উদ্ধার করে বনদপ্তর। জানা গিয়েছে, সুষ্ঠুভাবে উদ্ধার করা হয়েছে চিতাবাঘটিকে। তাই সোমবার ভোরে চিতাবাঘটিকে জালদাপাড়ার জঙ্গলে ছেড়ে দিয়েছে বন দফতর। আর তাতেই ডুয়ার্সের চা বাগানে কিছুটা হলেও মিলল স্বস্তি।
ডুয়ার্সে ফিরল স্বস্তি, চিতা বাঘকে উদ্ধার করে জঙ্গলে ফেরাল বন দফতর pic.twitter.com/vj2nAIhmeV
— TOB DIGITAL (@DigitalTob) March 10, 2025
অন্যদিকে ডুয়ার্সের জনপদে চিতাবাঘের আতঙ্ক দিনকে দিন বেড়েই চলেছে। রবিবার এক পথচারীর উপর হামলা করেছিল এক চিতাবাঘ। স্থানীয় সূত্রে খবর, আলিপুরদুয়ারের ভাটপাড়া চা বাগান দিয়ে হাঁটছিলেন এলাকারই এক বাসিন্দা কানু লামা। সেই সময়ই আচমকাই চা বাগান থেকে একটি চিতাবাঘ বেরিয়ে তার ওপর হামলা চালায়। তাতে তিনি গুরুত্বর জখম হন। তাকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয়েছিল লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে। এরপর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে শুরু হয়েছে চায়ের মরশুম। তার আগে থেকেই তরাই-ডুয়ার্সের জনপদে চিতাবাঘের হামলা বেড়ে চলায় আতঙ্কের ছায়া নেমেছে চা শ্রমিক মহলে। ইতিমধ্যে বছরের শুরুর তিনমাসেই একের পর এক চিতাবাঘ হামলার ঘটনা ঘটেছে। তাতে জখম হয়েছেন বেশ কয়েকজন। এই আবহে এবার ডুয়ার্সের চা বাগান থেকে উদ্ধার করা হল চিতা বাঘ।