রাজ্যের খবর

শান্তিনিকেতনে ছাতিমতলায় পালন হলো পৌষ উৎসব

Paush festival was celebrated at Chatimatla in Santiniketan

The Truth Of Bengal : আজ ৭ ই পৌষ। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে আজ পৌষ উৎসব উদযাপিত হল। চিরাচরিত প্রথা মেনে ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়। সকাল সাড়ে ৫ টায় গৌর প্রাঙ্গনে বৈতালিক দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর সকাল ৬ টায় শান্তিনিকেতন গৃহে সানাই বাজানো হয়। সকাল ৭:৩০ এ ছাতিমতলায় ব্রহ্ম উপাসনা হয়। এই উপাসনায় বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক সহ বিশ্বভারতীর প্রাক্তনী থেকে শুরু করে পড়ুয়া, অধ্যাপক, অধ্যাপিকারা উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পৌষ উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হলো মেলা। এই মেলায় দেশি-বিদেশি বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী বিক্রি হয়। এছাড়াও মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের দিনে শান্তিনিকেতন এক আনন্দঘন পরিবেশে পরিণত হয়। সবাই মিলে এই উৎসব পালন করে। এই উৎসবের মাধ্যমে শান্তিনিকেতনের ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।

পৌষ উৎসবের তাৎপর্য অনেক। এই উৎসবের মাধ্যমে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্মধর্মে দীক্ষাগ্রহণের স্মৃতি স্মরণ করা হয়। এছাড়াও এই উৎসবের মাধ্যমে শান্তিনিকেতনের ঐতিহ্য ও সংস্কৃতি প্রচার ও প্রসার করা হয়। পৌষ উৎসব বাংলার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। এই উৎসবের মাধ্যমে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।

FREE ACCESS

Related Articles