রাজ্যের খবর

Paschim Medinipur: সিনেমার “অপু-দুর্গা” র মতোই ট্রেন দেখতে গিয়ে ডেবরায় নিখোঁজ ৪, পুলিশের তৎপরতায় উদ্ধার

বৃহস্পতিবার বিকেলে প্রথমবার রেলগাড়ি অর্থাৎ ট্রেন দেখতে গিয়ে হারিয়ে গিয়েছিল পশ্চিম মেদিনীপুরের ডেবরার একদল অপু-দুর্গা।

Truth Of Bengal: ‘এক কাজ করবি অপু, চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি, যাবি? কালো ধোঁয়া উড়িয়ে কুঁ ঝিকঝিক করতে করতে এগিয়ে আসে রেলগাড়ি। কাশের বন ভেদ করে তীরগতিতে ছুটে যায় ‘অপু আর দুর্গা’। প্রথমবার রেলগাড়ি দেখার সেই অভিজ্ঞতা থেকেই রোগশয্যায় শুয়ে দুর্গা বলে উঠেছিল, ‘অপু, আমি সেরে উঠলে একদিন রেলগাড়ি দেখতে যাবি?’ না, দুর্গা আর সেরে ওঠেনি! তবে, বাঙালির হৃদয়ে আজও গেঁথে আছে ‘কথা সাহিত্যিক’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ অবলম্বনে সত্যজিৎ রায়ের সিনেমার সেই ‘কালজয়ী’ দৃশ্য। ( Paschim Medinipur)

[আরও পড়ুন: Cyber Scam: কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র! উদ্ধার কোটি টাকার সম্পত্তি  ]

সেই সিনেমার দৃশ্যের একেবারে অপকর্ম ঘটনা ঘটল। বৃহস্পতিবার বিকেলে প্রথমবার রেলগাড়ি অর্থাৎ ট্রেন দেখতে গিয়ে হারিয়ে গিয়েছিল পশ্চিম মেদিনীপুরের ডেবরার একদল অপু-দুর্গা। তবে, সিনেমার স্টাইলেই অভিযান চালিয়ে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই তাদের উদ্ধার করল ডেবরা থানার পুলিশ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডেবরা ব্লকের জালিমান্দা গ্রাম পঞ্চায়েতের পদ্মপুকুর এলাকার তিন নাবালিকা এবং এক নাবালক বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। সন্ধ্যা থেকেই পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। ( Paschim Medinipur)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

কোনও দিশা না পেয়ে শুক্রবার বিকেলে তাঁরা ডেবরা থানার দ্বারস্থ হন।  ডেবরা থানার পুলিশ শুক্রবার সকাল থেকেই বিভিন্ন দলে ভাগ হয়ে হাওড়া থেকে খড়গপুরগামী সমস্ত ট্রেনে এবং স্টেশনে তল্লাশি চালায়। শেষমেশ সন্ধ্যা ৬ টা নাগাদ হাওড়া থেকে খড়গপুরগামী একটি ট্রেনেই তাদের খোঁজ মেলে। ততক্ষণে ওই নাবালক-নাবালিকা প্রায় বালিচক স্টেশনেই পৌঁছে গিয়েছিল। তবে, তাদের সকলেরই বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে। শুক্রবার রাতেই তাদের তুলে দেওয়া হয় পরিবারের হাতে। পরিবারের লোকজন পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। ( Paschim Medinipur)

Related Articles