রাজ্যের খবর

পঞ্চম শ্রেণীর ভর্তিকে কেন্দ্র করে বিক্ষোভ অভিভাবকদের

Parents protest over class 5 admission

The Truth Of Bengal : পঞ্চম শ্রেণীতে ভর্তিকে কেন্দ্র করে বিক্ষোভ অভিভাবকদের,সামাল দিতে বিদ্যালয়ে আসে দুই ভ্যান পুলিশ। ঘটনাটি শহর বর্ধমানের সি,এম,এস,হাই স্কুলে। উলেখ্য প্রাইমারি ও হাই স্কুলের এই ঘটনা শুধু এবছরের নতুন নয়,বিগত পনেরো বছর ধরে ভর্তি নিয়ে অশান্তি সৃষ্টি হয় এই স্কুলে তা অবগত অভিভাবকরা।

এদিন চতুর্থ শ্রেণী থেকে উত্তীর্ণ পড়ুয়ারা পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য হাই স্কুলে ফর্ম তুলতে যান অবিভাবকরা,এই মর্মে হাই স্কুল থেকে জানানো হয় আপাতত সি,এম,এস প্রাইমারি থেকে আপাতত একশজন ছাত্রকে পঞ্চম শ্রেণির জন্য নেওয়া হয়েছে সুতরাং এই মুহূর্তে আর ছাত্র নেওয়া যাবে না। হাই স্কুলের প্রধান শিক্ষক মিন্টু রায় বলেন,প্রাইমারি থেকে যদি কোনো নির্দিষ্ট ছাত্রদের সংখ্যা বলা হত তাহলে অনেকটা সুবিধা হত ভর্তি নেওয়ার ক্ষেত্রে।

অন্যদিকে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চৌধুরী বলেন,যেহেতু সরকারি একই প্রাঙ্গনে প্রামারী এবং হাই স্কুল, স্বাভাবিকভাবেই হাই স্কুলের প্রধান শিক্ষকের উচিৎ প্রাইমারী সেকশনের ছাত্রদের ভর্তি করা। পাশাপাশি হাই স্কুলে ভর্তির ফর্ম নিয়ে দুশ্চিন্তায় ছাত্রের অবিভাবকরা।

 

FREE ACCESS

Related Articles