যুবকের দেহ উদ্ধার ঘিরে উত্তাল পাণ্ডবেশ্বর, আক্রান্ত পুলিশ কর্তা
Pandaveshwar in uproar over recovery of youth's body, police officer attacked

Truth Of Bengal: পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তুলকালাম! বৃহস্পতিবার ভোরবেলায় কুমারডিহি গ্রামে রুইদাস পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাড়ির লোককে না জানিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা। গ্রামবাসীদের ছোড়া ইটে আক্রান্ত ডিসি অভিষেক গুপ্ত। গ্রামবাসীদের অভিযোগ যুবককে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় এক দম্পতিকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম পল্লব। বয়স ২২ বছর। বাড়ি পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রামে। ওই যুবকের সঙ্গে পাড়ারই এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। রাতে পল্লব চুপিসারে ওই মহিলার বাড়ি যায়। মহিলার স্বামী বিষয়টি দেখে ফেললে ওই যুবককে আটকে রাখে ঘরের মধ্যে। এর কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
বিষয়টি চাউর হতেই ছড়ায় উত্তেজনা। বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ঘটে ভাংচুরের ঘটনা। সাইকেল মোটরসাইকেল ও ভাঙচুর চালানো হয়। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। ইটের আঘাতে ডিসি অভিষেক গুপ্তা সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা লাঠিচার্জ করে বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশেপাশের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে আসে। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এখনো এলাকায় রয়েছে চাপা উত্তেজনা ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে দম্পতির বাড়ি থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় জড়িতদের খোঁজে শুরু হয়েছে জোরদার তল্লাশি।