রাজ্যের খবর
রিভলবার ও একাধিক আগ্নেয়াস্ত্রসহ পুলিশের জালে সরকারি সম্পত্তি চুরির পাণ্ডা
Panda of theft of government property in police net with revolver and multiple firearms

The Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : লরি বোঝাই করে লক্ষ লক্ষ টাকার সরকারি পানীয় জলের পাইপ লাইনের লোহার পাইপ চুরির সময় আগ্নেয়াস্ত্র সহ হাতে নাতে ৭ জনকে গ্রেপ্তার করল হুগলির হরিপাল থানার পুলিশ।পাশাপাশি ট্রাকটিকেও আটক করেছে পুলিশ।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি রিভলবার সহ শাবল, লোহার পাইপ কাটার একাধিক যন্ত্রপতি। ধৃতদের আজ চন্দননগর মহকুমা আদালতে পাঠিয়েছে হরিপাল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, হুগলি জেলার বিভিন্ন ব্লকে পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ চলছিল দীর্ঘদিন ধরে। ভোটের কারণে কাজ বন্ধ থাকায় সেই সুযোগ কাজে লাগায় দুষ্কৃতীরা। জেলার একাধিক ব্লক থেকে চুরি হচ্ছিল লোহার পাইপ।
গতকাল রাতে একদল দুষ্কৃতী হরিপাল থানার ইলিপুর শ্রীপতিপুর পঞ্চায়েতের পাশে জরো করে রাখা লক্ষ লক্ষ টাকার লোহার পাইপ ট্রাকে বোঝাই করার পুলিশ হাতেনাতে ধরে ফেলে।