রাজ্যের খবর

আধ ঘণ্টায় উদ্ধার তলিয়ে যাওয়া দেহ, কালিয়াগঞ্জে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের প্রশংসায় পঞ্চমুখ সকলে

Panchmukh all in praise of disaster management group in Kaliaganj

Truth Of Bengal : উত্তর দিনাজপুর : কালিয়াগঞ্জ : সত্যেন মহন্তঃ রবিবার বেলা ১১ টা নাগাদ কালিয়াগঞ্জ শ্রীমতী নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে যান স্থানীয় ১৭ ওয়ার্ডের বিষ্ণু চৌহান। এরপর শুরু হয় স্থানীয় মানুষদের তল্লাশি জল বেশি থাকায় তারা দেহটি খুঁজে পায়নি। পরবর্তীতে খবর দেওয়া হয় রায়গঞ্জের চতুর্থ সশস্ত্র আরক্ষা বাহিনীর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বাহিনীকে তারা এসে সন্ধ্যা পর্যন্ত জলে তল্লাশি চালিয়ে ব্যর্থ হয়।

প্রশাসন সূত্রে জানা যায় রায়গঞ্জের ডুবুরি দল অন্যত্র ব্যস্ত থাকায় খবর দেওয়া হয় জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ী থেকে দশম সশস্ত্র আরক্ষা বাহিনীর ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের ডুবুরি দল সন্ধ্যে সাড়ে সাত টা নাগাদ কালিয়াগঞ্জ এসে পৌঁছায়। এই ডুবুরি দল রাত্রি আটটা নাগাদ নিখোঁজ ব্যক্তির খোঁজে নদী জলে নামে আধা ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার করে নিখোঁজ বিষ্ণু চৌহানের মৃতদেহ। এরপর মৃতদেহ রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। আজ দেহটির ময়নাতদন্ত করা হবে। কালিয়াগঞ্জে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের প্রশংসায় পঞ্চমুখ সকলে।

Related Articles