রাজ্যের খবর

হোলির দিন মালদায় কুপিয়ে খুন পঞ্চায়েত সচিবকে

Panchayat secretary hacked to death in Malda on Holi

Truth Of Bengal: হোলির দিন কুপিয়ে খুন করা হল পঞ্চায়েত সচিবকে। শনিবার বিকেলে জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। তখনই ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় পঞ্চায়েত প্রধানের। ঘটনায় আহত হয় দুই পক্ষের প্রায় ছয়জন ব্যক্তির।

মালদার ভূতনি থানার অন্তর্গত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধন টোলা এলাকায় দুই পরিবারের মধ্যে পুরাতন জমি বিবাদকে কেন্দ্র করে হোলির উৎসবে গন্ডগোল বাঁধে। শনিবার বিকালে পুরনো সেই বিবাদকে ঘিরে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। বচসা বাড়তে বাড়তে চরমে পৌঁছোলে একে অপরের উপর অস্ত্র নিয়ে চড়াও হন দু’পক্ষই। তখনই ধারালো অস্ত্রের কোপে লুটিয়ে পড়েন কমল মণ্ডল নামে এক ব্যক্তি।

মৃত কমল মণ্ডল ভূতনি থানার দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ইনচার্জ পদে নিযুক্ত ছিলেন। এছাড়াও বিবাদের জেরে দুই পক্ষের প্রায় ছয়জন আহত হয়েছে। তার মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা ভর্তি রয়েছে ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত কমল মন্ডলের পরিবারের সাথে ফেকন মন্ডলের পরিবারের দীর্ঘদিনের জমি নিয়ে বিবাদ চলছিল। পাশাপাশি থানায় একাধিক মামলাও চলছিল বলে জানা গেছে। আর তারই জেরে হঠাৎ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ভূতনি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। কমল মন্ডলের মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায় ভূতনি থানার পুলিশ। পাশাপাশি পুরো ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related Articles