রাজ্যের খবর

২৩ ডিসেম্বরের মধ্যে জেলাশাসকদের আবাসের তালিকা প্রস্তুতের নির্দেশ পঞ্চায়েত দফতরের

Panchayat department orders preparation of list of residences of district magistrates by December 23

Truth Of Bengal: কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ায় রাজ্যই বাড়ি তৈরি করে দিতে চায়। ১১লক্ষের ওপর বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেইমতো সমীক্ষা করার কাজে নামে জেলা প্রশাসন। এবার ২৩ডিসেম্বরের মধ্যে আবাসের তালিকা তৈরি করার নির্দেশ দিল পঞ্চায়েত দফতর। প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে, আবাস যোজনার টাকা দেওয়ার জন্য কোনও সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়নি। এই বিষয়ে রাজ্য সরকার সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেবে।

বিভিন্ন মহলে প্রচার করা হয়, ডিসেম্বরের শেষে টাকা পাবেন প্রকৃত প্রাপকরা। তাই বিভ্রান্তি কাটাতে পঞ্চায়েতও গ্রামোন্নয়ন দফতর স্পষ্ট করেছে, ২৩ ডিসেম্বরের মধ্যে যোগ্য প্রাপকদের তথ্য সহ যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশিকা জারি হয়েছে। এখনও আবাসের টাকা দেওয়ার কোনও সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি। এই বিষয়ে কিছু সংবাদ মাধ্যম বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছে বলে স্পষ্ট জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব ডঃ পি উলাগানাথন।