রাজ্যের খবর

নিশীথ প্রামানিকের নাম ভাঙিয়ে টিকিট দেওয়ার নামে ৫০ লক্ষ প্রতারণা পি-এর!

P cheated 50 lakhs in the name of giving tickets by changing Nishith Pramanik's name!

Truth Of Bengal: বিধানসভার টিকিট ও চাকরি দেওয়ার নাম করে ৫০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল নিশীথ প্রামানিকের পিএ-র বিরুদ্ধে। অভিযোগকারী বিশ্বনাথ শীলের কথায় তিনি  ‘২০১৪ সালে সিপিএম ছেড়ে বিজেপিতে যাই। তারপর থেকে বিজেপি করি। এরপর নিশীথ প্রামাণিকের সঙ্গে পরিচয় হয়। এরপর তাঁকে ফোন করে একদিন তাঁর বাড়ি যাই। আমার এক অনাথ ভাগ্নে আছে। তাঁর চাকরির জন্যই বলি। উনি আশ্বাস দেন দিল্লিতে ভাগ্নের চাকরি হয়ে যাবে। তবে আমি রাজি হইনি। কারণ ও অনাথ সেই কারণে। এরপর পরিমল রায় আমায় নিজেকে নিশীথ প্রামাণিকের পিএ পরিচয় দিয়ে ধাপে ধাপে কখনও পঞ্চাশ লক্ষ, কখনও এক লক্ষ কখনও দুই লক্ষ টাকা নিয়েছেন। আমায় টিকিট পাইয়ে দেবেনও বলেছিলেন।’

ময়নাগুড়ির মাধব ডাঙা এলাকার বাসিন্দা বিশ্বনাথ শীল। বিজেপির মেখলিগঞ্জ এলাকার ব্লক সভাপতি তিনি। বিশ্বনাথ নিজেই তাঁর ভাগ্নে ও অন্যান্য যুবকদের চাকরিসহ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দাঁড়াবার জন্য নিজের নামে টিকিট কিনতে চেয়ে পরিমল রায়কে অনলাইনে ৫০ লক্ষ টাকা দিয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনায় ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে নিশীথের আপ্ত-সহায়ক পরিমল রায়ের বিরুদ্ধে।

Related Articles