রাজ্যের খবর

প্রতারকদের নয়া ফাঁদ, আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা

পঞ্চায়েতে তাদের আবাস যোজনা বাড়ির অর্থ আটকে রয়েছে

The Truth of Bengal: একেই বলে চোরের চৌষট্টি বুদ্ধি। এতোদিন প্রতারকেরা টাকা গায়েব করত নানা কৌশলে, এবার সরকারি প্রকল্পের বাড়ি পাইয়ে দেওয়ার নামে করা হল লক্ষাধিক টাকার প্রতারণা। ঘটনাটি ঘটেছে,  পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানা এলাকায়।

পুলিশ সূত্রের খবর, মুসকিমপাড়া পঞ্চায়েতের কুবরাজপুর এলাকার বাসিন্দা ফিরোজা বিবি, আবাস যোজনার জন্য পঞ্চায়েতে আবেদন করেছিলেন। কিন্তু তিনি এখনও পর্যন্ত ঘর পাননি। তিনি অভিযোগে জানিয়েছেন, গত বুধবার তাঁর মায়ের মোবাইলে একটি ফোন আসে। ফোনটি ধরেছিলেন ফিরোজা বিবি । ফোনের ওপার থেকে বলা হয়, পঞ্চায়েতে তাদের আবাস যোজনা বাড়ির অর্থ আটকে রয়েছে। এক লক্ষ টাকা দিলেই, তারা বাড়ির টাকা পেয়ে যাবেন। তাঁকে জানানো হয়, টাকা পাঠাতে হবে অনলাইনে। সেখানে একটি অ্যাকাউন্ট নম্বরও দেওয়া হয়।

বিষয়টি সন্দেহজনক লাগলেও, টাকা পাওয়ার লোভে, ধারদেনা করে, টাকা জোগাড় করেন পরিবারের সজস্যরা। বৃহস্পতিবার একটি সাইবার ক্যাফেতে গিয়ে, সেই অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। তারপর থেকেই সেই মোবাইল নম্বর বন্ধ। এরপরেই বুঝতে পারেন, বিষয়টিতে তাঁরা প্রতারিত হয়েছেন। পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ সূত্রের খবর, একটি অভিযোগ এসেছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

Related Articles