
The Truth of Bengal: সাত সকালে হাতির হানায় মৃত্যু একজনের, আহত হয়েছেন একজন। বানারহাট ব্লকের খট্টিমারি জঙ্গলের বুক চিরে যাওয়া গয়েরকাটা- নাথুয়া রাজ্য সড়কের মাঝে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে সবজি বিক্রি করতে দুরামারি থেকে সাইকেলে চেপে গয়েরকাটা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলেন দুরামারীর বাসিন্দা পরান সরকার ও হরেকৃষ্ণ সরকার।
মরাঘাট রেঞ্জের অন্তর্গত খট্টিমারি জঙ্গলের মাঝ দিয়ে যাওয়া রাজ্য সড়ক দিয়ে যাওয়ার পথে হঠাৎ রাস্তার উপড় উঠে আসে একটি দাঁতাল হাতি। হঠাৎ হাতি তাড়া করলে সাইকেল ফেলে প্রাণ বাঁচাতে দৌড় দেন তারা। কিন্তু একজনকে পাকড়াও করে আঘাত করে ঐ দাঁতাল হাতিটি।
পরবর্তীতে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বনদপ্তরের মোরাঘাট রেঞ্জ সূত্রে জানা গেছে, ক্ষতিপূরণের বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হবে।