রাজ্যের খবর

ডোমজুড়ে ডাকাতির মামলায় আরও একজন গ্রেফতার, পেশ করা হল হাওড়া আদালতে

One more arrested in case of robbery across the dome, produced in Howrah court

The Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত :  ১১ জুন ডোমজুড়ে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দিনে-দুপুরে প্রায় চার কোটি টাকারও বেশি সোনার গয়না ডাকাতি করা হয়েছিল বলে অভিযোগ। এর পরেই, ডোমজুড় থানা এবং হাওড়া সিটি পুলিশ তদন্ত শুরু করে। তল্লাশি চালিয়ে দুষ্কৃতীদের ব্যবহার করা দু’টি মোটরবাইক হুগলি থেকে উদ্ধার করা হয়।

এরপর এই ঘটনায় বিহার এসটিএফ এবং হাওড়া সিটি পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে ইতিমধ্যে আশা দেবী ওরফে চাচিকে বিহার থেকে গ্রেফতার করে হাওড়ায় আনা হয়েছে। আজ অপর এক অভিযুক্ত রবীন্দ্র সাহানিকে বিহারের বেগুসরাইয়ের বিচার বিভাগীয় হেফাজত থেকে হাওড়া সিজেএম আদালতে পেশ করা হয়। অভিযুক্তকে ডাকাতির তদন্তের স্বার্থে হাওড়া সিটি পুলিশ ১০ দিনের জন্য নিজেরদের হেফাজতে রাখার আবেদন করা হবে বলেই সূত্রের খবর। চাচী ও রবীন্দ্র সাহানীকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানা পুলিশ সূত্রে জানা যাচ্ছে।

Related Articles