
Truth Of Bengal: জঙ্গল ছেড়ে বাজারে ঢুকে পড়ল হাতি। ঝাড়গ্রামে ফের জঙ্গল ছেড়ে লোকালয়ে গজরাজের দাপাদাপি, দিনে দুপুরে তাণ্ডব চালালো দাঁতাল হাতি, হাতির তাণ্ডবে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। বুধবার ঝাড়গ্রাম ব্লকের বেলতলা বাজারে হঠাৎ করেই জঙ্গল থেকে ঢুকে পড়ে একটি দাঁতাল হাতি। যার ফলে হঠাৎ করেই দাঁতাল হাতি বাজারে ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বেলতলা বাজার এলাকায়।হাতির হামলার হাত থেকেপ্রাণে বাঁচার জন্য বেলতলা বাজারে থাকা মানুষজন দৌড়াদৌড়ি শুরু করে।
বেশ কিছুক্ষন বেলতলা বাজারে দাঁতাল হাতিটি তান্ডব চালিয়ে ফিরে যায় স্থানীয় জঙ্গলে। খবর পেয়ে বেলতলা বাজারে ছুটে আসে বনদপ্তর এর কর্মীরা। ঘটনাস্থলে এসে বন দফতরের কর্মীরা ওই হাতিটির গতিবিধির উপর নজরদারি শুরু করে। সেই সঙ্গে বেলতলা বাজারের ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার জন্য বন দফ্তর এর পক্ষ থেকে জানানো হয়। তবে যেভাবে খাবারের সন্ধানে প্রকাশ্য দিবালোকে জঙ্গল থেকে দাঁতাল হাতিটি বেলতলা বাজারে ঢুকে তান্ডব চালিয়েছে, তার ফলে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে বলে বেলতলা বাজার এলাকার বাসিন্দারা জানান।