
Truth Of Bengal: গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি ডাক পার্সেলের কন্টেনার আটক করে। এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় মোষ।
এরপর পুলিশ চালককে বৈধ কাগজপত্র দেখাতে বলে। তবে চালক কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। উদ্ধার হওয়া মোষ খোয়ারে পাঠানো হয়। ধৃতের নাম উসমান আনসারী (৫৭)। সে বীরভূম জেলার ইলামবাজার থানার ভগবতী বাজার এলাকার বাসিন্দা। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ডাক পার্সেলের কন্টেনার থেকে মোট ২৪টি মোষ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মোষ বিহার থেকে নিয়ে আসা হচ্ছিল এবং অসম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।