আবারো হাতির আগমন বাঁকুড়ার জঙ্গলে, আতঙ্কে এলাকাবাসী
Once again the arrival of elephants in the forest of Bankura, the local people in fear

Truth Of Bengal: জয়পুর জঙ্গল এলাকার মানুষজনের, ভোররাতে ৫২ থেকে ৫৩ টি হাতির একটি দল প্রবেশ করল বিষ্ণুপুরের জঙ্গল হয়ে জয়পুরের জঙ্গলে, জঙ্গল তীরবর্তী এলাকার মানুষজনকে সতর্ক করতে মাইকিং বনদপ্তরের, আবারো জমির ফসল নষ্টের আশঙ্কা কৃষকদের।
বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের মধ্যে রয়েছে জয়পুরের জঙ্গল। এই জঙ্গলে বছরের বিভিন্ন সময় হাতির দল আসে খাবারের সন্ধানে।
দেড় মাস আগেও এলাকায় চাষের ক্ষতি করে হাতির দল ফিরে গেছে মেদিনীপুর জঙ্গল থেকে। দেড় মাস পর আবারো খাবারের সন্ধানে সোমবার ভোররাতে ৮ টি শাবক নিয়ে ৫২ থেকে ৫৩ টি হাতির একটি দল বিষ্ণুপুরের জঙ্গল হয়ে জয়পুরের জঙ্গলে প্রবেশ করলো।
জঙ্গল তীরবর্তী এলাকার মানুষজনদের সতর্ক করতে মাইকিং করছে বনদপ্তর। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে শীতকাল হওয়ার জন্য অত্যাধিক পরিমাণে কুয়াশা হয় সকাল সন্ধ্যায়।
সুতরাং হাতিকে নিয়ন্ত্রণ করতে একটু সমস্যা হবে মানুষ যাতে জঙ্গল তীরবর্তী এলাকায় না যায়। তবে হাতির হানায় চাষের ক্ষতি হলে বনদপ্তরের নিয়ম অনুযায়ী সকলকে ক্ষতিপূরণ দেওয়া হবে।