রাজ্যের খবর

ঝাড়খণ্ডে ভোট দিতে যাওয়ার পথে,হাতির হানায় মৃত্যু ৭১বছরের প্রবীণ

On the way to vote in Jharkhand, a 71-year-old man was killed by an elephant

The Truth Of Bengal: ষষ্ঠ দফায় ঝাড়খণ্ডে ৪টি আসনে ভোট হয়।গিরিডি,ধানবাদ,রাঁচি,জামশেদপুরে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণের ব্যবস্থা করা হয় কমিশনের তরফে।ভোটের মাঝে  অপ্রীতিকর ঘটনা দেখা যায় পূর্ব সিংভূম জেলায়। সেখানে জামশেদপুরের গোবলবানি গ্রামে হাতির হানায় একজনের মৃত্যু হয়।

বছর ৭১-র  সুরেন্দ্র নাথ হাঁসদা যখন ভোট দিতে যাচ্ছিলেন  তখন উন্মত্ত হানি তাঁকে টার্গেট করে।সুরেন্দ্র নাথ হাঁসদা কোনওমতে পালিয়ে বাঁচার চেষ্টা করে।কিন্তু শেষ রক্ষা হয়নি। ঢোলাবেদা বুথে যাওয়ার আগেই তাঁকে আছড়ে মেরে ফেলে বলে পুলিশের তরফে জানা গেছে।

পরে এই খবর পেয়ে গ্রামবাসীরা সেখানে জড় হন।তাঁরা বনদফতরে খবরও দেন।সঙ্গে সঙ্গে পুলিশও বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।তাঁরা দেহ উদ্ধার করে।ঘাটশিলা সদর হাসপাতালে ময়না তদন্তের পর সেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।বনদফতর স্বজন হারানো পরিবারের হাতে নগদ সাহায্য হিসেবে ২৫হাজার টাকা তুলে দিয়েছে ।

Related Articles