আসন্ন বইমেলা উপলক্ষ্যে কালিয়াগঞ্জ পুরসভায় আয়োজিত হল সাধারণ সভা
On the occasion of upcoming book fair, a general meeting was organized in Kaliaganj municipality

Truth Of Bengal: ৩০ তম উত্তর দিনাজপুর জেলা বইমেলার আসর বসতে চলেছে কালিয়াগঞ্জে। পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ময়দানে ৩০ ডিসেম্বর শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত চলবে জেলা বইমেলার আসর। এই বইমেলার আয়োজন ঘিরে সোমবার দুপুরে কালিয়াগঞ্জ পুরসভার সভাগৃহে সাধারণ সভার আয়োজন করা হয়।
এদিনের সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমা শাসক কিংশুক মাইতি, জেলা লাইব্রেরীয়ান দেবব্রত কুমার দাস, পুরপ্রধান রাম নিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হীরন্ময় সরকার, বিডিও প্রশান্ত রায়, আই সি দেবব্রত মূখার্জি, পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা, বিশিষ্ট সমাজ সেবী স্বপন সরকার।
এছাড়াও ওই সভায় উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এই আলোচনা সভার শেষে জেলা লাইব্রেরীয়ান দেবব্রত কুমার দাস জানান, কালিয়াগঞ্জ কালচারাল জায়গা তাই এবারে ৩০ তম জেলা বইমেলার আসর বসবে কালিয়াগঞ্জে।
এই নিয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় পুরসভায়। কালিয়াগঞ্জের বইমেলা বিগত দিনে বই বিক্রির ক্ষেত্রে শুনাম অর্জন করেছে। শুনাম বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা চলবে। বইমেলার সাফল্য আনতে বিভিন্ন কার্যক্রম গৃহীত হয়েছে পুরসভার তরফে এবং বিভিন্ন কমিটি গঠনের সিধান্ত নেওয়া হয়েছে।