বছরের শেষ দিনে চিতাবাঘের হামলায় জখম ১
On the last day of the year, 1 was injured in a leopard attack

Bangla Jago TV Desk : বছরের শেষদিনে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্ৰাম পঞ্চায়েতের দক্ষিণ কাঠুলিয়া এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়ালো। জানা গেছে,স্থানীয় বাসিন্দা শ্যামাপদ রায়ের চা বাগানে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। তাদের মধ্যে একজন প্রথম চিতাবাঘ দেখতে পান। এই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমতে শুরু করে।
অনেকেই চিতাবাঘ দেখতে ভিড় জমান।সেই সময় বাগানের নালায় শুয়ে থাকা চিতাবাঘ হঠাৎ হামলা চালায়।ঘটনায় আহত হয় জয়ন্ত রায় নামে এক যুবক। আহত যুবকের পেটে এবং পিঠে আঘাত রয়েছে।তাকে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে খবর দেওয়া পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের কর্মীরা ও ধূপগুড়ি থানার পুলিশ। বনদপ্তরের কর্মীরা চা বাগানটিকে জাল দিয়ে ঘিরে রেখেছে। তবে পরবর্তীতে আরচিতাবাঘটিকে দেখা যায়নি। এদিকে চিতাবাঘ লোকালয়ের ছোটো চা বাগানে চলে আসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।
FREE ACCESS