রাজ্যের খবর

ফের সিউড়ি জেলাশাসক দপ্তরের সামনের ফুটপাত দখল, সমস্যায় পথচারীরা

Occupying the sidewalk in front of Siuri District Magistrate's office again, pedestrians are in trouble

Truth Of Bengal: প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে উঠছে সরকারি জায়গায় গঠিত দোকানপাট। সেই হিসাবে অভিযান নেওয়া হয়েছিল সিউড়ি পৌরসভার পক্ষ থেকেও। বিভিন্ন ফুটপাত উচ্ছেদে অভিযানের নামে এবং বিভিন্ন জায়গায় সরকারি জায়গায় সরকারি ড্রেন সহ একাধিক জায়গা উচ্ছেদ অভিযান করা হয়। তারপরেও দিন দিন দেখা যাচ্ছে সিউড়ির জেলাশাসক দপ্তরের সামনের ফুটপাতে ফল ব্যবসায়ী থেকে সবজি বিক্রি।

তাদের দখলদারি সমস্যায় পড়ছেন পথচারী মানুষরা। এর ফলে মাঝ রাস্তা দিয়ে হেটে যেতে হচ্ছে। বিভিন্ন সময় কত দুর্ঘটনাও করছেন পথচারীদের দীর্ঘ লম্বা শাড়ি বেঁধে ফল ব্যবসায়ী থেকে শুরু করে সবজি ব্যবসায়ীরা এবং জামাকাপড় ব্যবসায়ীরা সেই ফুটপাত দখল করে ফেলেছে। প্রশাসনের নজর এড়িয়ে বেশ কয়েকদিন আগে জেলা শাসক সহ সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে নিয়ে সিউড়ি মেয়েনমেন্ট রাস্তা গুলি পরিদর্শন করেন এবং রাস্তায় দখলদারি দোকানদারের উচ্ছেদের ইতিমধ্যে একাধিক বৈঠক করা হয়।

তারই মাঝে জেলাশাসক দপ্তরের মেইন রাস্তায় ফুটপাত দখল করেই নিত্যদিনে ব্যবসা গজিয়ে তুলছেন ফল ব্যবসায়ী থেকে সবজি ব্যবসায়ীরা। চরম সমস্যায় সাধারণ মানুষ থেকে অফিস কর্মচারী। শুধু জেলা দপ্তরের সমস্যা নয়, কিছুটা দূরে রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু অফিস আর সেই অফিসের কর্মচারী থেকে শুরু করে এসপি অফিস থেকে নিয়ে আসা আসামিদেরও নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছে।

Related Articles