রাজ্যের খবর

শুধু ডাকাত ধরা নয়, মানবিক কাজেও সামনের সারিতে, তীব্র দাবদাহে জল- ওআরএস নিয়ে হাজির ওঁরা

Not only to catch robbers, but also in the front line of humanitarian work, they appeared with water and ORS in intense fire.

The Truth Of Bengal : জলপাইগুড়ি -কল্যান চন্দ-  জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার পুলিশের তরফে পথচলতি মানুষদের মধ্যে ওআরএস ও পানীয় জল বিতরণ।  তীব্র দাবদাহ থেকে বাঁচতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার পুলিশের তরফে ওআরএস ও পানীয় জল বিতরণ করা হল। প্রচন্ড গরমের মধ্যে পথচলতি মানুষদের কিছুটা স্বস্তি দিতে পুলিশের তরফে এই উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার পক্ষ থেকে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুর, হাতিমোড়, সারিয়াম ও বেলাকোবায় পথ চলতি মানুষ সহ গাড়ির চালক এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের হাতে ওআরএস-এর প্যাকেট ও জলের বোতল তুলে দেওয়া হয়।

রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার বলেন, উত্তরবঙ্গে এখন প্রায় ৩৫ ডিগ্রি তাপমাত্রা চলছে। এত গরমের মধ্যেও মানুষকে কাজের জন্য বাইরে বের হতে হচ্ছে। এছাড়াও বহু পুলিশকর্মী রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। প্রায় ৬০০ জনকে পানীয় জল এবং ওআরএস দেওয়া হল।

Related Articles