লাগবে না ফটোকপি, অ্যাপের মাধ্যমেই হবে আধার যাচাই! চালু কেন্দ্রের নয়া পরিষেবা
No need for photocopy, Aadhaar verification will be done through app! New service launched by the center

Truth Of Bengal: নতুন এক যুগে পা দিল ভারতীয় ডিজিটাল পরিচয় ব্যবস্থা। মঙ্গলবার কেন্দ্রীয় সরকার এক নতুন আধার মোবাইল অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ডিজিটালভাবে তাদের আধার তথ্য যাচাই ও শেয়ার করতে পারবেন — আর প্রয়োজন হবে না কোনো ফিজিক্যাল কার্ড বা ফটোকপির।
জাতীয় রাজধানীতে এই অ্যাপটির উদ্বোধন করেন ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি এটিকে “প্রাইভেসি-প্রথম ডিজিটাল সুবিধার এক বড় অগ্রগতি” বলে মন্তব্য করেন।
মন্ত্রী এক ভিডিও বার্তায় বলেন, “নতুন আধার অ্যাপ, মোবাইল অ্যাপের মাধ্যমে ফেস আইডি যাচাই। না কার্ড লাগবে, না ফটোকপি।”
Union Minister Ashwini Vaishnaw tweets, ” New Aadhaar App Face ID authentication via mobile app. No physical card, No photocopies” pic.twitter.com/z8JzCVKF3P
— ANI (@ANI) April 8, 2025
এই অ্যাপের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো ফেস আইডি অথেন্টিকেশন, যা শুধুমাত্র মোবাইলের ক্যামেরা ব্যবহার করে পরিচয় যাচাই করতে সাহায্য করবে। এছাড়াও, এতে আধার কিউআর কোড স্ক্যানার যুক্ত আছে, যা একেবারে ইউপিআই পেমেন্টের মতোই সহজে যাচাই করার সুযোগ দেবে।
মন্ত্রী আরও বলেন, “এখন আধার যাচাই হবে ঠিক যেমন ইউপিআই পেমেন্ট করা হয়। শুধু এক ট্যাপে প্রয়োজনীয় তথ্যই শেয়ার করা যাবে, এবং ব্যবহারকারীর হাতে থাকবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ।”
এই অ্যাপের মাধ্যমে আর কোথাও আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার দরকার পড়বে না — যেমন হোটেল, দোকান, বিমানবন্দর বা অন্যান্য পাবলিক চেকপয়েন্টে সাধারণত যা করতে হয়।
মন্ত্রী স্পষ্ট করে বলেন, “হোটেল, দোকান বা ভ্রমণের সময় আর আধার ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন নেই।”
বর্তমানে অ্যাপটি বিটা টেস্টিং পর্যায়ে রয়েছে, এবং এতে শক্তিশালী প্রাইভেসি প্রোটেকশন যুক্ত রয়েছে। ব্যবহারকারী নিজেই সিদ্ধান্ত নেবেন কী তথ্য শেয়ার করবেন, এবং এসব তথ্য কোনোভাবেই পরিবর্তন, জাল বা অপব্যবহার করা যাবে না।
আধারকে “ডিজিটাল পাবলিক সার্ভিসের ভিত্তি” বলে উল্লেখ করে বৈষ্ণব জানান, এই অ্যাপ ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের (DPI) একটি গুরুত্বপূর্ণ অংশ। একইসঙ্গে তিনি প্রযুক্তিবিদ ও ব্যবসায়ীদের আহ্বান জানান, যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ও প্রাইভেসি-ভিত্তিক উদ্ভাবনের সঙ্গে DPI-কে আরও উন্নত করা যায়।