রাজ্যের খবর

বাংলাদেশিদের নো এন্ট্রি, কড়া সিদ্ধান্ত মালদার হোটেলে

No entry for Bangladeshis, strict decision at Malda hotel

Truth Of Bengal: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকেই উত্তাল বাংলাদেশ। সন্ন্যাসীর গ্রেফতারির প্রতিবাদে সরব সংখ্যালঘু হিন্দুরা। শুধু বাংলাদেশেই নয়, বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

ত্রিপুরার পর এবার মালদায় বাংলাদেশের নাগরিকরা পাবেন না হোটেল পরিষেবা। পাসপোর্ট, ভিসা থাকলেও ওপার বাংলার কোনও নাগরিককে হোটেলের রুম দেওয়া হবে না। ইংরেজবাজার শহরের সমস্ত হোটেল মালিককে তাঁদের সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

ফলে আজ থেকে বাংলাদেশীদের জন্য মালদার হোটেলের দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্যই মালদার হোটেল মালিকরা ত্রিপুরার পথই অনুসরণ করলেন বলে মনে করা হচ্ছে। যদিও বাংলাদেশের নাগরিকদের হোটেলে থাকা বা তাঁদের পরিষেবা বন্ধ করার সিদ্ধান্তের বিষয়টি এখনও বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়নি মালদা জেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন এর তরফে।

Related Articles