শিক্ষকের গাফিলতিতে বন্ধ NNC প্রশিক্ষণ, আশাহত পড়ুয়ারা
NNC Training Stopped Due to Teacher's Negligence, Disappointed Students

The Truth Of Bengal: মাজদিয়া রেল বাজার উচ্চ বিদ্যালয়ে বন্ধ হয়ে পড়েছে এনসিসি প্রশিক্ষণ।তাতে পড়ুয়ারা আশাহত হয়েছেন।কারণ যাঁরা সেনাবাহিনীর চাকরি বা দেশরক্ষার কাজে যেতে চান,তাঁদের কাছে এই প্রশিক্ষণ বন্ধে পড়া বড় ধাক্কা।মূলতঃ শিক্ষকের গাফিলতির কারণে এই ধরণের প্রশিক্ষণ থমকে রয়েছে বলে অভিযোগ অনেকের।
প্রথাগত শিক্ষার ফাঁকে বিশেষ আগ্রহ থেকেই অনেক পড়ুয়া এনসিসি প্রশিক্ষণ গ্রহণ করে।শারীরিক কসরত থেকে শৃঙ্খলাপরায়ণ হওয়ার পাঠ গ্রহণ সবেতেই এই প্রশিক্ষণ বড় কার্যকরী ভূমিকা নেয়।অনেকে আবার মূলতঃ সেনাবাহিনী বা দেশরক্ষার কাজে যুক্ত হওয়ার মিশন নিয়ে ছাত্র-ছাত্রীরা স্কুলের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ নেন।এরফলে বহু পড়ুয়া এনসিসি প্রশিক্ষণ নিয়ে জীবনের লক্ষ্যপূরণ করেছেন। সেইমতো নদিয়ার মাজদিয়ার রেল বাজার উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারাও প্রতিবছর এই প্রশিক্ষণ নেন।কিন্তু দেখা যাচ্ছে, শিক্ষকের কর্ত্যবে গাফিলতির কারণে বিদ্যালয় থেকে বন্ধ হয়ে পড়েছে এন সি সির প্রশিক্ষণ। আক্ষেপের সুরে ভুল নিজেদের স্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এন সি সি বন্ধ হওয়ায় এখন দিশেহারা ছাত্ররা। নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মাজদিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয়ের এই পরিস্থিতি। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয় । বর্তমানে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৩০০ জন । এই স্কুলে এন সি সি চালু হয় ২০২০ সালের ১২ই ডিসেম্বর। তার পর থেকে ভালো ভাবে চললেও এখন আর হয় না এন সিসি। তখন এন সি সি ক্লাস চালাতেন আশিক আহমেদ নামে এক শিক্ষক । বর্তমানে তিনি ওই বিদ্যালয়েরই একজন স্থায়ী শিক্ষক । সামরিক বাহিনীর তরফে ওই শিক্ষক কে ট্রেনিংয়ে যাওয়ার কথা জানানো হয় বিদ্যালয়ে। সেই মোতাবেক বিদ্যালয় থেকে তাকে জানান হয় ট্রেনিং এ যাওয়ার জন্য । কিন্তু ওই শিক্ষকের এন সিসির ট্রেনিংয়ে যাওয়ার কথা থাকলেও যাননি। সেই কারণেই স্কুল থেকে পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেল এনসিসি শিক্ষা । তবে কিভাবে এই শিক্ষা চালানো যাবে? তার উত্তর নেই কারো কাছে। এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক আশিক আহমেদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন পড়ুয়ারা প্রহর গুনছে কবে চালু হয় এনসিসির প্রশিক্ষণ। মাধব দেবনাথের রিপোর্ট।