রাজ্যের খবর

শহরে চলছে ‘রাত দখল’, রাতভর হাসপাতালে দৌড়ে শারীরিক নিগ্রহের শিকার এক মহিলা

'Night Occupy' is going on in the city, a woman who was assaulted ran to the hospital overnight

Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : বাবলু প্রামানিক : শহর শহরতলি জুড়ে যখন রাত দখল চলছে, তখন রাতভর এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে ছুটে বেড়ালেন শারীরিক নিগ্রহের শিকার এক মহিলা। ঘটনাটি ঘটেছে  দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকায়।

জানা যায়, রাত দখলের সমস্যায় পড়ে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে ছুটে বেড়ালেন অসুস্থ মহিলা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকায়। বছর পঞ্চাশের ওই মহিলাকে মঙ্গলবার রাতে এলাকারই এক বছর ত্রিশের যুবক শারীরিক নিগ্রহ করে বলে অভিযোগ। বুধবার সন্ধ্যায় অসুস্থ বোধ করায় স্থানীয় নিমপিঠ গ্রামীণ হাসপাতালে যান মহিলা। সেখানে শারীরিক পরীক্ষার নামে দীর্ঘক্ষণ রাখা হয় মহিলাকে। পরে মহকুমা হাসপাতালে পাঠানো হয়। রাত বারোটার পর সেখানে আসেন মহিলা। এদিকে খবর পেয়ে এলাকার লোকজন থানায় জড়ো হন। অভিযোগ, এফ আই আর করতে গড়িমসি করে পুলিশ। পরে অনেক রাতে অভিযোগ নেওয়া হয়।

Related Articles