রাজ্যের খবর

থানায় হাজিরা দেওয়ার নোটিস, এনআইএ আধিকারিকদের নোটিস পুলিশের

NIA Officials Notice Police

The Truth of Bengal: ২বছরের পুরনো মামলায় ভূপতিনগরে রাতের অন্ধকারে  হানা দিতে  যায় এনআইএ।কেন রাতে অভিযান,এই প্রশ্ন তুলে সোচ্চার হয় গ্রামবাসীদের একাংশ।বিশেষ করে মহিলাদের ওপর অত্যাচার করার মতো গুরুতর অভিযোগ করেছেন গ্রামের বাসিন্দারা।এই ঘটনায় এনআইএয়ের আধিকারিকরাও আক্রান্ত হওয়ার কথা তুলে ধরে সরব হয়। রাজনৈতিক বিতর্কের মাঝে চলছে জোরদার তদন্ত।

এর মাঝে  এনআইএ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে থানার তরফে । ১১ এপ্রিলের মধ্যে ভূপতিনগর থানায় হাজির হতে বলা হয়েছে তাঁকে। জখম ওই আধিকারিকের মেডিক্যাল রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি, কয়েক জন গ্রামবাসীকেও থানায় হাজিরা দিতে বলা হয়েছে।

এনআইএ আধিকারিকদের যে গাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ, সেটিকেও ভূপতিনগর থানার হাতে তুলে দিতে বলা হয়েছে। কারণ আসল সত্য জানতে গাড়িটি ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হতে পারে।এনআইএ-র আধিকারিকরা যাওয়ার পর কেন গ্রামে উত্তেজনা ছড়ায় তাই স্ক্যানারে এনেছে তদন্তকারী পুলিশ কর্তারা।

Related Articles