রাজ্যের খবর

সদ্যজাতকে ডোবায়, উদ্ধার করল স্থানীয়রা

Newborn drowned, rescued by locals

The Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী :  চুঁচুড়া লেনিন নগর এলাকার কচুবনে ভর্তি ডোবা থেকে উদ্ধার প্লাস্টিকে মোড়া সদ্যোজাত শিশু। সদ্যোজাত শিশুটি কন্যা সন্তান। স্থানীয় বাসিন্দারা ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, আজ সকালে লেনিন নগর এলাকায় একটি ডোবা থেকে কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। সেই সময় ডোবার কাছে গিয়ে খোঁজাখুঁজি করতেই পাতার আড়ালে পড়ে থাকতে দেখা যায় প্লাস্টিকে মোড়া একটি সদ্যোজাত শিশুকে। শুধু প্লাস্টিক থেকে মুখ বাইরে রয়েছে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি শিশুটিকে তুলে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানেই সদ্যজাত শিশুদের বিভাগের চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

কে বা কারা এই শিশুটিকে ডোবায় ফেলে দিয়ে গিয়েছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। স্থানীয় এক বাসিন্দা জানান, সকাল বেলা তারা কাজ করতে উঠেছিলেন। সেই সময় তারা কান্নার আওয়াজ শুনে ঝোপে বুজে যাওয়া ডোবার কাছে যান। প্রথমে তারা ভেবেছিলেন কোন বিড়াল ছানা হবে তাকে কেউ ফেলে দিয়ে গেছে তাই সে কাঁদছে। তবে সামনে গিয়ে দেখতেই চক্ষু চড়ক গাছ। বিড়ালের নয় মানুষের বাচ্চা তাও আবার সদ্যোজাত কন্যা সন্তান। তারপরে এলাকার মানুষজন পুলিশকে খবর দেন। শিশুটি কিভাবে ওই জায়গায় এল তা এলাকার বাসিন্দারা জানেন না। তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।

Related Articles