রাজ্যের খবর

উৎসবের মেজাজে বর্ষবরণ, বর্ষবরণে বঙ্গবাসী মাতোয়ারা পিকনিকে

Festive Mood 

The Truth of Bengal: কেবল কলকাতা নয়, ইংরেজির নববর্ষকে স্বাগত জানাতে মেতে ওঠে গোটা রাজ্য। আলোর রোশনাইয়ে উজ্জ্বল হয়ে ওঠে জেলার অনেক জায়গা। ঘড়ির কাটা রাত ১২ ছুঁতেই লাগামছাড়া আনন্দে নতুন বছরকে স্বাগত জানায় মানুষ। একেবারে গ্র্যান্ড সেলিব্রেশনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। রাতের আনন্দ শেষ করে পদিন সকাল। নতুন বছরের প্রথম দিনে সবাই পিকনিকে মেতে ওঠে। বছরের প্রথম দিন ছুটির মেজাজে রাজ্যবাসী। কলকাতার চিড়িয়াখানা, ইকো পার্ক থেকে নিকো পার্ক সর্বত্র থিকথিকে ভিড়।

অন্যদিকে, জেলার বিভিন্ন স্থানে পিকনিকের আমেজে মেতে ওঠে মানুষ। জাঁকিয়ে শীত ছিল না। তাই কিছুটা হলেও মন খারাপ সঙ্গী করে বাড়ি থেকে বের হতে হয়। সারাদিন চুটিয়ে আনন্দ করে ঘরে ফেরে মানুষ। গত কয়েকদিনের তুলনায় বছরের প্রথম দিন সকালে কিছুটা নামে পারদ। কনকনে শীত না থাকলেও ঠান্ডা আমেজে ঘর থেকে বেরিয়ে পড়ে মানুষ। রাজ্যে বিভিন্ন পিকনিকস্পটগুলিতে মানুষের ভিড় লক্ষ্য করা যায় সকাল থেকে। বছরের প্রথমদিনে পিকনিকের আনন্দে মেতে ওঠে আট থেকে আশি।

রাজ্যজুড়ে অগণিত মানুষ উৎসবে মেতে ওঠায় সতর্ক ছিল পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে সব জায়গায় পুলিশ মোতায়েন ছিল। বর্ষবরণের দিনে যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সজাগ পুলিশ। বছরের প্রথমদিন সকালে ভোরে কুয়াশার দাপট দেখা যায় বেশ কয়েকটি জেলায়। বেলার দিকে মেঘে ঢাকা আকাশে রোদের উঁকিঝুকি থাকলেও বেশ ভাল ঠান্ডা ছিল। সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া বইতে থাকে। সব মিলিয়ে পিকনিকের আনন্দে মেতে ওঠার জন্য একেবারের আদর্শ পরিবেশ। তাই বছরের প্রথমদিন উৎসবপ্রিয় মানুষ নিজেদের ভাসিয়ে দেয় আনন্দে।

Related Articles