
The Truth of Bengal: শিল্প পরিকাঠামোর বুনিয়াদ গড়তে প্রশাসন সবার আগে রাস্তা নির্মাণে জোর দেয়।কলকাতার মতোই শিল্পতালুক ও শিল্পাঞ্চলে তৈরি হয়েছে ঝাঁচকচকে রাস্তা।শুধু শিল্পশহরেই নয় গ্রামীন রাস্তার কাজও থমকে যায় কেন্দ্রের জন্য।অভিযোগ,বঞ্চনার জেরে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।কেন্দ্র টাকা না দিলেও রাজ্যের অর্থব্যয়ে তৈরি হচ্ছে নতুন নতুন রাস্তা। জেলায় জেলায় রাস্তা নির্মাণের কর্মষজ্ঞ দুরন্ত গতিতে এগিয়ে যাওয়ায় কৃষি-শিল্প-পরিষেবা,সবক্ষেত্রেরেই সুবিধা হবে বলে আশায় অর্থনীতিবিদরাও।
পঃবর্ধমান জেলার নানা অংশে মূল রাস্তার মতো ফি়ডাররোডও সারানো হচ্ছে। আসানসোল পুর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডে ১০ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা তৈরি করার কাজ শুরু হয়েছে।শিল্পবন্ধু এই সড়ক সংস্কারের কথা তুলে ধরছেন জনপ্রতিনিধিরা। ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেসের এসেন মোস্তফা জানায় পুর নিগমের জনকল্যাণমুখী ভাবনার তারিফ করছেন।কেন্দ্রীয় বিমাতৃসুলভ আচরণ সত্ত্বেও রাজ্যের একতরফা উদ্যোগে এই শিল্পের ভিতকে পোক্ত করার ভাবনা সবমহল তারিফও করছে। আর বাংলার সরকার,জনপথ নির্মাণও সংস্কারের কথা ফলাও করে প্রচার করছে।
এই প্রকল্পের প্রচারে সাত দফা নির্দেশ দিয়েছে নবান্ন। সেই নির্দেশে বলা হয়েছে, ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামেও প্রচার করতে হবে। রাস্তার ছবি তুলে সমাজমাধ্যমের অ্যাকাউন্টগুলিতে পোস্ট করতে হবে। সেই রাস্তা কত কিলোমিটার দৈর্ঘ্য এবং প্রস্থের তাও উল্লেখ করতে হবে। রাস্তার নির্মাণে কত টাকা খরচ হয়েছে, সেটিও উল্লেখ করতে বলা হয়েছে। এই রাস্তা কোন এলাকা থেকে কোন এলাকার সঙ্গে যুক্ত, তা সমাজমাধ্যমে জানাতে বলা হয়েছে। প্রশাসনের সংস্কারমুখী ভাবনার দরাজ প্রশংসা করছে শিল্পাঞ্চল থেকে কৃষি প্রধান এলাকার মানুষ।