রাজ্যের খবর

রাজ্য সরকারের নতুন উদ্যোগ, শিক্ষার্থীদের জন্য এবার ‘শিক্ষাসাথী’ প্রকল্প

New initiative of the state government, this time 'Shikshasathi' project for students

Truth of Bengal: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বরাবরই বাংলার ছাত্রছাত্রীদের জন্য নানা জনমুখী প্রকল্প চালু করেছে। এবার আরও একধাপ এগিয়ে পড়ুয়াদের জন্য কম খরচে খাতা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই উদ্যোগের আওতায় ছাত্রছাত্রীরা বাজারের তুলনায় অনেক কম দামে খাতা কিনতে পারবে।

রাজ্যের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প দফতর ইতিমধ্যেই এই প্রকল্পের কাজ শুরু করে দিয়েছে। এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘শিক্ষাসাথী’। আপাতত তিন ধরনের খাতা বাজারে আনা হচ্ছে। প্রতিটি খাতায় রাজ্য সরকারের শিক্ষার্থীদের জন্য চালু করা বিভিন্ন সামাজিক প্রকল্পের বিবরণ থাকবে।

এই সমস্ত খাতা ছাপানো হবে রাজ্য সরকারের অধীনস্থ ‘শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড’ প্রকাশনা সংস্থায়। একসময় এই সংস্থা বিভিন্ন ধরনের ছাপার কাজ করলেও, পরে সরস্বতী প্রেস চালু হওয়ার ফলে কাজ অনেকটাই কমে যায়। তবে এবার সংস্থাটি আধুনিকীকরণের মাধ্যমে নতুন করে উদ্যোগ শুরু করেছে।

শিল্পবার্তায় তৈরি খাতাগুলি সস্তায় বিক্রি করার পাশাপাশি সংস্থাটির লাভের অঙ্ক বাড়ানোই রাজ্য সরকারের মূল লক্ষ্য।

‘শিক্ষাসাথী’ প্রকল্পে আপাতত তিন ধরনের খাতা বাজারে আসবে। ১৬০ পাতার দুটি খাতা, প্রতিটির দাম ৭০ টাকা করে। ১০০ পাতার একটি খাতার দাম ৩৭ টাকা। এই দামে যে মানের খাতা পাওয়া যাচ্ছে, তা বাজারের প্রিমিয়াম মানের খাতার সমতুল্য বলে জানিয়েছে নবান্ন সূত্র।

প্রথমে ‘মঞ্জুষা’র স্টল এবং কনজিউমার কো–অপারেটিভ শো-রুম থেকে খাতা বিক্রি শুরু হবে। ভবিষ্যতে রেশন দোকান থেকেও এই খাতা পাওয়া যাবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

এই উদ্যোগে রাজ্যের ছাত্রছাত্রীরা বেশ উপকৃত হবে। বাজারের চড়া দামের খাতা কেনার বদলে, কম খরচে মানসম্মত খাতা পেয়ে তারা অত্যন্ত খুশি।

Related Articles