
The Truth of Bengal: এখন প্রতিবছর বাড়ছে ডেঙ্গির প্রকোপ। মৃত্যুর ঘটনাও ঘটছে। ডেঙ্গির খলনায়ক এডিস মশার লার্ভা নিধনে প্রশাসন সক্রিয় থাকলেও আটকানো যাচ্ছে না ডেঙ্গির প্রকোপ। এবার ডেঙ্গির মশা নিধনে নতুন দিগন্তের সন্ধান দিলেন বাঁকুড়া ডেঙ্গির মশা নিধনে নতুন দিগন্তের ডঃ অনুপম ঘোষ। অ্যালকোহলের দ্রবণে পাকা পেঁপের বীজে মিশিয়ে দেওয়া হয়েছিল নির্দিষ্ট পরিমাণ সিলভার নাইট্রেট। পাওয়া গিয়েছিল বিধ্বংসী ন্যানো পার্টিকেল। এই ন্যানো পর্টিকেলটি এডিস মশার লার্ভার পরিপাকতন্ত্রে ছিদ্র তৈরি করতে সক্ষম।
ডেঙ্গির মশা এডিসের পরিপাকতন্ত্র ধ্বংসকারী একটি জৈব ন্যানো পার্টিকেল আবিষ্কারে মুখ্য ভূমিকা পালন করেছেন ডঃ অনুপম ঘোষ। ২০১৭ সালে পেটেন্টের জন্যে আবেদন করা হয়েছিল ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। সেই পেটেন্ট স্বীকৃতি পেল ২০২৩ সালে। প্রফেসর ডঃ অনুপম ঘোষের এই আবিষ্কারের কথা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। প্রফেসর ডঃ অনুপম ঘোষ জানান, এই কর্মযজ্ঞে তিনি ছাড়াও শামিল হয়েছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডঃ গৌতম চন্দ্র ও ডঃ অঞ্জলি রাওয়ানি।
এবার তাদের আবিষ্কার পেল পেটেন্ট।বছরের পর বছর বেড়েই চলেছে ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গি আক্রান্ত হয়ে বহু মানুষ মারা যাচ্ছে প্রতিবছর। মশাবাহিত রোগ আটকাতে গবেষণা করে সফল হয়েছেন বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের প্রফেসর ডঃ অনুপম ঘোষ। অন্য দুই সঙ্গীকে নিয়ে আবিষ্কার ন্যানো পার্টিকেলের হাত ধরে এবার ধ্বংস করা যাবে ডেঙ্গি বহনকারী এডিস মশাকে।
Free Access