রাজ্যের খবর

প্রতিমা বিসর্জনের তৈরি হবে নতুন ঘাট, কোন্নগরবাসীকে উপহার পুরসভার

New ghat to be built for idol immersion in konnagar

Truth Of Bengal:  সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর পুজোর আগেই কোন্নগর সাধুর ঘাট সংস্কারের কাজ শেষ হয়ে যাবে। পুরসভার পাঁচ লক্ষ টাকার ব্যয়ে সেখানে দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য নতুন ঘাট তৈরি হবে।

পুরপ্রধান স্বপনকুমার দাস বলেন, ‘প্রতিবছর দুর্গা প্রতিমা বিসর্জন দিতে বহু সময় লাগে। দর্শনার্থীরাও সুষ্ঠুভাবে বিসর্জন দেখতে পারেন না। তাই আমরা দীর্ঘদিন ধরেই ভাবছিলাম সেখানে একটি আধুনিকঘাট করার কথা। কিন্তু পোর্ট ট্রাস্ট সাড়া না দেওয়ায় তা সম্ভব হচ্ছিল না। অবশেষে সাড়া মিলেছে। টেন্ডার প্রক্রিয়া চলছে। এপ্রিল মাসের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। ওই ঘাট তৈরি হলে অনায়াসেই প্রতিমাকে গঙ্গার বুকে নিয়ে যাওয়া যাবে। বিসর্জনের পরে আবার ক্রেনের সাহায্যে তুলে নিয়ে আসা হবে।’

পাশাপাশি তিনি জানান, একইসঙ্গে স্বাধীনতার পর এই প্রথমবার কোন্নগর শ্মশান ঘাটে ইলেকট্রিক চুল্লি  বসতে চলেছে। পুজোর আগেই কোন্নগরবাসী এই দু’টি উপহার পাবেন বলে আশাবাদী পুরপ্রধান।

Related Articles