রাজ্যের খবর

পরিযায়ী শ্রমিকদের নয়া কর্মসংস্থান, তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক

New employment opportunities for migrant workers, industrial park being built

Truth Of Bengal: পরিযায়ী শ্রমিকদের জন্য বড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবার  আলিপুরদুয়ারের ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁয় তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক। আর তাতেই কাজের খোঁজে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে বা প্রতিবেশী দেশে যেতে হবে না চা বলয় ও এলাকার  বাসিন্দাদের।

হাসিমারা থেকে ১৪ কিলোমিটার দূরে রয়েছে  জয়গাঁ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। আর সেখানেই তৈরি হচ্ছে তালুক শিল্প অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পার্ক। বর্তমানে সেখানে ইলেকট্রিফিকেশনের কাজ চলছে। জল সরবরাহর জন্য ট্যাংকি বসানো হবে।

ইতিমধ্যেই এই কাজ ৯০ শতাংশ শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছে ওই শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা। বলা বাহুল্য, রাজ্যের কর্মসংস্থান নেই বলে বারবার সরব হয়েছে বিরোধি শিবির। আর তাদেরকে মোক্ষম জবাব দিতে জয়গাঁয় তৈরি হতে চলেছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের তরফে ২০২২ সাল থেকে শুরু হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পার্কের  কাজ। ৩৭ একর জমির ওপর তৈরি হচ্ছে এই শিল্পটি। প্রায় ৩৬ টি প্লট বের করে বানানো হবে কারখানা। এই প্রসঙ্গে  জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানিয়েছেন, ‘ইন্ডাস্ট্রিয়াল পার্কের জমি নেওয়ার জন্য সরকারের তরফে শিল্পপতিদের কাছে আবেদন জানান হয়েছে। ইতিমধ্যেই ১০ জন জমি কিনে নিয়েছেন’।

Related Articles