নতুন শিক্ষানীতি: ফিরছে পাশ-ফেল ব্যবস্থা, থাকছে বিশেষ ক্লাস
New education policy: Pass-fail system returning, special classes to remain

Truth of Bengal: কেন্দ্রীয় সরকার পঞ্চম ও অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বিদ্যমান ‘নো-ডিটেনশন নীতি’ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে, যারা বার্ষিক পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হবে, তাদের একই শ্রেণিতে পুনরায় পড়তে হতে পারে। এই পরিবর্তন কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত ৩,০০০-এরও বেশি বিদ্যালয়ে, যেমন কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, এবং সাইনিক স্কুল-এ কার্যকর হবে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৯ সালের শিক্ষার অধিকার আইন সংশোধনকে প্রত্যাহার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হবে, তাদের পরীক্ষায় পুনরায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে এবং তা পরীক্ষার দু’মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে।
The central government has amended the #RightToEducation Rules, 2010, allowing states to conduct regular examinations for students in Classes 5 and 8, with the option to hold them back if they fail.
Know more 🔗https://t.co/qYQi43UJSo#RTE pic.twitter.com/Q0IceuHl7N
— The Times Of India (@timesofindia) December 23, 2024
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “যদি পুনরায় পরীক্ষায়ও ছাত্রছাত্রী উত্তীর্ণ হতে না পারে, তবে তাকে পঞ্চম বা অষ্টম শ্রেণিতে পুনরায় ভর্তি হতে হবে।” এ ক্ষেত্রে শিক্ষকেরা সেই ছাত্রছাত্রীদের শিখন প্রক্রিয়ার ঘাটতি দূর করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করবেন।
সরকার আরও জানিয়েছে যে, প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো ছাত্রছাত্রীকে বিদ্যালয় থেকে বাদ দেওয়া হবে না।
শিক্ষা মূলত রাজ্য সরকারের বিষয় হলেও, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত ইতিমধ্যেই ১৬টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর হয়েছে, যেখানে ‘নো-ডিটেনশন নীতি’ ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। অন্যদিকে, কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এখনও এই নীতি চালু রেখেছে বা সিদ্ধান্ত গ্রহণ করেনি।
এই পরিবর্তন শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, যা পড়াশোনায় আরও মনোযোগ বাড়াবে এবং শিখন প্রক্রিয়ার গুণগত মান উন্নত করবে।