রাজ্যের খবর
দিঘায় এবার নতুন আকর্ষণ, ট্রেনের কামরায় এসি রেস্টুরেন্ট
New attraction in Digha, AC restaurant in train compartment

Truth Of Bengal: বাঙালির ‘দিপুদা’র দিঘায় এবার নতুন সংযোজন। দিঘা স্টেশনের পাশে ও জগন্নাথ মন্দিরের অদূরে গড়ে উঠছে এক অভিনব রেস্টুরেন্ট। ট্রেনের একটি পরিত্যক্ত বগিকে নিয়ে এসে স্টেশনের পাশেই বানানো হয়েছে বিশেষ আকর্ষণীয় রেস্টুরেন্ট।
এখানে বিরিয়ানি থেকে চিলি চিকেন, তন্দুরি থেকে বার্গার, সব ধরনের ফাস্টফুড খাবার পাওয়া যাচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত এই এক বগির ট্রেনের কামরায় এলে এক অন্য রকম অনুভুতি পাবেন। রেল কোচ রেস্টুরেন্ট সেনাপতি এন্টারপ্রাইজের পরিচালনায় গড়ে উঠেছে এটি। রেলের তরফ থেকে একটি বিশেষ উদ্যোগ এটি। একদিকে সৌন্দর্যায়ন, অন্যদিকে দিঘায় আগত পর্যটকদের জন্য নতুন আকর্ষণ। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই মানুষদের ভিড় জমতে শুরু করেছে এই অভিনব রেলের কামরায়।