ক্ষতিপূরণ দিতে স্বজনপোষণ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ নামখানায়
Nepotism to pay compensation, allegations against BJP in Namkhana

The Truth of Bengal: রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দলবাজির অভিযোগ। বেছে বেছে বিজেপির কর্মীদেরকে ক্ষতিপূরণ দিতে নাম পাঠানোর অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ২৬০ নম্বর বুথের এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ।
কিছুদিন আগে হয়ে যাওয়া রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ ২৪ পরগনা উপকূলবর্তী এলাকার মানুষ। সেই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে বেছে বেছে বিজেপি সমর্থকদের চিহ্নিত করার অভিযোগ উঠল। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ২৬০ নম্বর বুথের এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ। গত সোমবার নামখানা ব্লক অফিস থেকে আধিকারিকরা এসে যখন এলাকা পরিদর্শন করেন, তখন বিজেপির পঞ্চায়েত সদস্য দলীয় কর্মীদের ঘর পাইয়ে দেওয়ার জন্য নাম সুপারিশ করেন বলে অভিযোগ উঠেছে।
মিরা রানি প্রধান নামে ওই সদস্য কেবলমাত্র ৭ জন বিজেপির কর্মীকে ঘর বা ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন কেন, এই প্রশ্ন তুলে এলাকার মানুষ জানাচ্ছে, দল না দেখে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। ঝে ক্ষতিগ্রস্তদের বাছাইয়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল বুথ সভাপতি দেব কুমার মাইতি। তাঁর বক্তব্য, বিজেপির পঞ্চায়েত সদস্য কেবলমাত্র ৭ জন বিজেপির কর্মীকে ঘর বা ক্ষতিপূরণ পাইয়া দেওয়ার প্রতিশ্রুতি কেন দিচ্ছেন? ক্ষতিপূরণ দেওয়া হোক রাজনীতি না দেখে।
যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই বিজেপির পঞ্চায়েত সদস্যের বক্তব্য, তাঁর কাছে বিডিও অফিস থেকে নামের তালিকা চাওয়া হয়েছিল। তিনি সাত জনের নাম দিয়েছেন। তবে বেছে বেছে বিজেপি কর্মীদের নাম সুপারিশ করার অভিযোগ তিনি অস্বীকার করেছেন। রেমাল ঝড়ে এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপি যে ভাবে দলের সমর্থকদের নাম পাঠিয়েছে প্রশাসনের কাছে, তাতে এলাকার মানুষ ক্ষুব্ধ। তাঁদের দাবি, রাজনৈতিক রং না দেখে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হোক।