রাজ্যের খবর

প্রস্রাব করা নিয়ে বচসা! মুগুরের আঘাতে মৃত্যু প্রতিবেশীর

Neighbor dies after being hit by a stick in a fight over urination

Truth Of Bengal: উত্তর ২৪ পরগনার বয়ড়া গ্রামের বাসিন্দা ফুলকুমারী খাঁ শনিবার ভোররাতে তার বাড়ির পাশে প্রস্রাব করে। অভিযোগ প্রতিবেশী নগেন হালদার প্রস্রাব করা নিয়ে গন্ডগোল করে ফুলকুমারী খাঁ কে মুগুর দিয়ে মাথায় আঘাত করে।

পরবর্তীতে প্রতিবেশীরা এসে আহত ফুলকুমারী দেবীকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী নগেন হালদার ও তার মেয়ে ঝুমুর হালদারকে আটক করেছে বাগদা থানার পুলিশ ।

বৃদ্ধা ফুলকুমারী খাঁ বিশেষভাবে সক্ষম ছেলেকে নিয়ে তার বাড়িতে থাকতেন। প্রতিবেশী নগেনের সঙ্গে আগে পরেও একাধিক বিষয় নিয়ে টুকিটাকি বিবাদ হতো বলে জানিয়েছেন প্রতিবেশীরা । ফুলকুমারী দেবীর আত্মীয়দের দাবি অভিযুক্তর শাস্তি হোক ।

Related Articles