রাজ্যের খবর

বাংলায় ফের প্রচারে এলেন নরেন্দ্র মোদি, রাতে প্রধানমন্ত্রী থাকবেন রাজভবনে

The Truth Of Bengal: পঞ্চম দফার ভোটের আগে প্রচারে এলেন প্রধানমন্ত্রী। শনিবার রাতে  শহরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।রাতে থাকবেন রাজভবনে। এই নিয়ে ভোট ঘোষণার পর নবমবার রাজ্যে এলেন মোদি। রবিবার  পরপর ৪টি জনসভা করবেন প্রধানমন্ত্রী। আরামবাগ, হুগলি, ব্যারাকপুর, হাওড়ায় জনসভা করবেন বিজেপির স্টার ক্যাম্পেনার।দেশজুড়ে রাজনৈতিক চাপে পড়েই বারবার বিজেপি নেতা বাংলায় ছুটে আসছেন বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

Related Articles