রাজ্যের খবর

বদলি করা হল নন্দীগ্রামের আইসি অনুপম মণ্ডলকে

Nandigram IC Anupam Mondal transferred

Truth of Bengal: নন্দীগ্রামে খুনের রাজনীতি ভয়ানক আকার নিচ্ছে। পরপর দুই তৃণমূল কর্মী খুন হয়েছেন।রাজনৈতিক চাপানউতোরের মাঝেই শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নন্দীগ্রাম পরিদর্শন করেন দোলা সেন । বিজেপির হিংসার রাজনীতির বিরুদ্ধে মুখর হন দোলা সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর মাঝে নন্দীগ্রামের আইসি অনুপম মণ্ডলকে বদলি করা হয়েছে। সেই জায়গায় দায়িত্বে এসেছেন ডিএসপি তুহিন বিশ্বাস।

নন্দীগ্রাম আছে, নন্দীগ্রামেই। রক্তাক্ত জমি আন্দোলনের মাটিতে বিজেপি হিংসা চাষ করতে চাইছে। একের পর এক তৃণমূল কর্মী হত্যা করছে। এই অভিযোগ জোরদার হচ্ছে। তারমাঝেই আচমকা বদলি করা হল নন্দীগ্রাম থানার আইসিকে। অনুপম মণ্ডলের জায়গায় দায়িত্বে তুহিন বিশ্বাস। পুলিশের দাবি এই পরিবর্তন রুটিন মাফিক। তৃণমূলের মতে, একমাসে ২তৃণমূল কর্মীর খুনের ঘটনা প্রমাণ করে, বিজেপির আশ্রিত দুষ্কৃতীরাই এই চোরাগোপ্তা হানায় মত্ত হয়ে উঠেছে।

প্রতিহিংসার কোপে প্রাণ যাওয়া তৃণমূল কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরিত প্রতিনিধি দোলা সেন। উল্লেখ্য,গত ১৮ দিনে নন্দীগ্রামে ২ জন তৃণমূলকর্মী খুন হয়েছেন বলে অভিযোগ। ২৫ ডিসেম্বর সকালে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনচক গ্রামে নিজের দোকানের ভিতরে মহাদেব বিষয়ী নামে এক তৃণমূলকর্মীর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ৩৯ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ৮ ডিসেম্বর নন্দীগ্রামের কালীচরণপুরে খুন হন তৃণমূলকর্মী বিষ্ণুপদ মণ্ডল।

তৃণমূল সূত্রে খবর, শাসকদলের কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ আইসি, এই অভিযোগ উঠছিল দলের অন্দরে। বিজেপির দাপটে নন্দীগ্রামে তৃণমূলের অনেক নেতাকর্মী  আশঙ্কায় ভোগেন।পুলিশ অপরাধীদের ধরে শাস্তির জন্য কাঠগড়ায় তুলুক। এই দাবিতে তৃণমূল নেতৃত্ব আন্দোলনে নেমেছে। শুক্রবার পথে নেমে নন্দীগ্রামের সর্বস্তরের তৃণমূল কর্মীরা তুমুল বিক্ষোভ দেখান। যতদিন না অভিযুক্তরা গ্রেফতার হবে ততদিন এই আন্দোলন চলবে বলে স্পষ্ট করে দিয়েছেন বিক্ষোভকারীরা।

Related Articles