রাজ্যের খবর
চুরি যাওয়া ৪০ টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল নৈহাটি জিআরপি
Naihati GRP recovered 40 stolen mobiles and handed them over to the real owners

The Truth Of Bengal : আবার বিরাট সাফল্য নৈহাটি জিআরপির। হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রাপকদের হাতে ফিরিয়ে দিয়ে মানবিক নজির গড়ল নৈহাটি জিআরপি। ঘটনাটি ঘটেছে নৈহাটিতে। আর এতে স্বাভাবিকভাবেই খুশি মোবাইলের মালিক।
জানা যায়, নৈহাটি জিআরপির পক্ষ থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রাপকদের হাতে ফিরিয়ে দিয়ে মানুষের পাশে থেকে মানবিক বার্তার নজির সৃষ্টির ঘটনা প্রকাশ্যে আসল। বৃহস্পতিবার সকালে নৈহাটি জিআরপির উদ্যোগে DYSRP রানাঘাট জোসেফ কুজুর, ইন্সপেক্টর ইনচার্জ ইন্দ্রজিৎ ভক্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে ৪০ জন হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফোনপ্রাপকদের হাতে তুলে দেওয়া হল।অতি অল্প সময়ে হারিয়ে যাওয়া ফোন প্রাপকেরা পেয়ে তারা খুশি তার পাশাপাশি ফোনপ্রাপকেরা জিআরপির উদ্দেশ্যে এই ধরনের কাজকে সাধুবাদ জানিয়েছেন।