রাজ্যের খবর

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নদিয়ার স্কুল ছাত্রীর, শোকের ছায়া এলাকায়

Nadia's school girl commits suicide by hanging herself in the area of ​​mourning

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : আবারও এক স্কুল ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জে।

জানা যায়, মৃত ছাত্রীর নাম নেহা পাল, ১১ ক্লাসের ছাত্রী, বাড়ি কৃষ্ণগঞ্জ এর আদিত্যপুর গ্রামে। বাবা সুধাময় পালের দাবি, তার মেয়ে চন্দননগরে একটি সরকারি স্কুলে পড়তো। এদিন পড়তে যাওয়ার জন্য মেয়ে তৈরি হচ্ছিল। তখন তার বাবা বৃষ্টির মধ্যে স্কুলে যেতে না বলেন। তখনই মেয়ে ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তড়িঘড়ি পরিবারের লোকজন তাকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই স্কুল ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে।

তবে কি কারনে মেয়ে আত্মহত্যার রাস্তা বেছে নিল এই নিয়ে এখনও ধোঁয়াশায় পরিবার। যদিও মেয়ের সাথে কোন অশান্তি ছিল না বলেই দাবি করছেন বাবা সুধাময় কর। শুক্রবার মৃতদেহটি উদ্ধার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। তবে স্কুল ছাত্রীর আকস্মিক মৃত্যুর ঘটনায় এখন হতবাক গোটা পরিবার। এলাকায় নেমে আসে শোকের ছায়া। অন্যদিকে কী কারণে ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করল তার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

Related Articles