আর মাত্র ৭ দিন, হাসপাতালগুলির কাজ শেষের ডেডলাইন দিল নবান্ন
Nabanna set the deadline for hospitals to be completed in just 7 days

Truth Of Bengal: রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে অবকাঠামো এবং নিরাপত্তাজনিত কাজ দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিল নবান্ন। বর্তমানে ৯৭-৯৮ শতাংশ কাজ শেষ হলেও, বাকি কাজ ২৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে হবে। মেডিক্যাল কলেজগুলির জন্য শুক্রবার এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে স্বাস্থ্য নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম উপস্থিত ছিলেন। জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করে মেডিক্যাল কলেজের নিরাপত্তা এবং পরিকাঠামোর প্রতিশ্রুতি পূরণে কোনও কালক্ষেপ না করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার নবান্নে স্বাস্থ্য বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যসচিব স্বাস্থ্য দফতর এবং পূর্ত দফতরের কাছ থেকে হাসপাতালগুলির কাজের অগ্রগতি সম্পর্কিত বিস্তারিত রিপোর্ট নেন। সেই রিপোর্টের ভিত্তিতে আরজিকর এবং অন্যান্য মেডিক্যাল কলেজের জন্য আলাদা সময়সীমা নির্ধারণ করা হয়।
প্রসঙ্গত, সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে সিসিটিভি, পর্যাপ্ত শৌচাগার এবং অন্যান্য সংস্কারের কাজ আগামী ৩১ অক্টোবরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন। মুখ্যসচিব বলেন, “রেফারেল সিস্টেম নিয়ে আরও সংস্কার প্রয়োজন।”
নবান্ন সূত্রে খবর, স্বাস্থ্যসচিব এবং ওয়েবেল কর্তাদের কাছে বিশেষ নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। এই কাজগুলো ২৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। তবে আরজি কর মেডিক্যাল কলেজের জন্য সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে।
মুখ্যসচিব বৈঠকে কয়েকটি নির্দেশনা দেন:
১. ২৫ অক্টোবরের মধ্যে কাজ শেষ করতে প্রতিটি হাসপাতালে আলাদা টিম গঠন করতে হবে।
২. হাসপাতালগুলোতে আলোর ঘাটতি যেন না হয়।
৩. কাজ শেষ হলে মেডিক্যাল কলেজগুলো সরেজমিনে পরিদর্শন করবে বিশেষজ্ঞদের টিম।
এভাবে রাজ্যের হাসপাতালগুলির কাজ দ্রুত সম্পন্ন করতে সক্রিয়ভাবে কাজ করছে নবান্ন, যাতে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পায়।