
The Truth of Bengal: সুষ্ঠ ও স্বাভাবিকভাবেই পালন করা হচ্ছে চৈতন্য ভূমি নবদ্বীপের রাসযাত্রা উৎসব। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিয়ম মেনে কলকাতা সহযোগে তিন থেকে পাঁচ জন ব্যক্তি নিয়ে নবদ্বীপের ঐতিহ্যবাহী প্রথা ‘নবমীর’ অনুমতি দেওয়া হয়েছে।
বেশিরভাগ পূজা কমিটি সেই নিয়ম মেনে কলকাতার সহযোগে তিন থেকে পাঁচ জন ব্যক্তি নিয়ে নবমীর প্রথা করে। পোড়ামাতলা মোড়ে এলেও, দু একটি পুজো কমিটিকে বাজনা ও একাধিক ব্যক্তি সহযোগে পোড়ামতলার মোড়ে উপস্থিত হতে দেখা গেল।
নবমীর শোভাযাত্রা সহযোগে শহরের প্রাণকেন্দ্র পরামাতলায় কর্তব্যরত পুলিশ কর্মীদের হস্তক্ষেপ করে এবং তাদেরকে আসতে বাধা দেয়। তাছাড়া সম্পূর্ণ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নবমীর শোভাযাত্রা করতে নির্দেশ দেন তাদের।