বিয়ের মাত্র দশ দিন আগে যুবকের রহস্যমৃত্যু, শোরগোল চুঁচুড়ায়
Mysterious death of young man just ten days before wedding, creates uproar in Chunchura

Truth Of Bengal: হুগলির চুঁচুড়ার ধরমপুর এলাকায় বিয়ের মাত্র দশ দিন আগে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে প্রদীপকুমার সন্ন্যাসী (৩৫) নামে ওই যুবকের ঝুলন্ত দেহ তাঁর মিষ্টির দোকানের উল্টো দিকে একটি ছাউনির নিচে দেখতে পান স্থানীয় এক দোকানদার। পরে পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, প্রদীপ ধরমপুর কালীতলার বাসিন্দা এবং তাঁর এলাকায় একটি মিষ্টির দোকান রয়েছে। বুধবার রাতে তিনি বন্ধুদের সঙ্গে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে ঠাকুর দেখতে গিয়েছিলেন। বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটিয়ে রাত আড়াইটে নাগাদ বাড়ি ফেরেন। তবে সকালে স্থানীয়রা তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান।যা নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রদীপের বন্ধু বিশ্বজিৎ পাল এবং কার্তিক মণ্ডল জানিয়েছেন, “প্রদীপ খুবই হাসিখুশি ছিল। চন্দননগরে ঠাকুর দেখে সবাই রাত আড়াইটের দিকে বাড়ি ফিরেছিলাম। আমরা ওকে হাসিখুশি অবস্থায়ই দেখেছিলাম। ও দোকানে শুয়ে পড়বে বলে জানিয়েছিল। সকালে তাঁর মৃত্যুর খবর শুনে আমরা অবাক হয়ে গেছি।”
পরিবারের দাবি, প্রদীপের কোনও মানসিক বা অর্থনৈতিক সমস্যা ছিল না। তিনি পরিবারে দুই দাদার সঙ্গে বসবাস করতেন এবং ব্যবসাও ভালই চলছিল। আগামী ১৭ নভেম্বর তাঁর বিয়ের দিন ধার্য ছিল। পরিবারে ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, আমন্ত্রণপত্র ছাপানো থেকে শুরু করে নিমন্ত্রণ সবই চলছিল।
চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, ধরমপুর এলাকায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।