মন্দারমণিতে তৃণমূল নেতার রহস্যজনক মৃত্যু, আটক বান্ধবী
Mysterious death of Trinamool leader in Mandarmani, girlfriend detained

Truth Of Bengal: রহস্যজনকভাবে মৃত্যু এক তৃণমূল নেতার। জানা যাচ্ছে, মন্দারমণি বেড়াতে শনিবার সকালে হোটেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আটক করা হয়েছে তৃণমূল নেতার এক বান্ধবীকে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই তৃণমূল নেতার নাম আবুল নাসার। তিনি উত্তর ২৪ পরগনার আমডাঙা থেকে পূর্ব মেদিনীপুরের মন্দারমণি বেড়াতে এসেছিলেন। এরপর সকালে হোটেলের ঘরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন হোটেলের লোকজন। ফোন করে খবর দেওয়া হয় পুলিশে। তারপর ঘটনাস্থলে পুলিশ দেহটি উদ্ধার করে। তবে যে মহিলার সঙ্গে আবুল বেড়াতে এসেছিলেন, তাঁকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
জানা যায়, আমডাঙার আদহাটা পঞ্চায়েত এলাকায় বাড়ি আবুলের। তাঁর স্ত্রী ওই পঞ্চায়েতের উপপ্রধান। পরিবার সূত্রের খবর, আবুলও দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত বলে তাঁর।
তবে এই ঘটনার পর তার পরিবার আবুলকে খুন করেছে কেউ বলে এমনটাই অভিযোগ করছে পরিবার। তারা জানায়, বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন আবুল। কিন্তু তিনি আত্মহত্যা করতে পারেন না। যদিও আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা আনিসুর রহমান মৃত্যুর নেপথ্যে কোনও রাজনৈতিক রং নেই বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘‘দলের একজন সক্রিয় সদস্য ছিলেন তিনি। ওঁর মৃত্যুতে দলের বড় ক্ষতি হল।’’