রাজ্যের খবর

বোলপুরের এক পুকুরে উদ্ধার রহস্যজনক মৃতদেহ, তদন্তে পুলিশ

Mysterious body found in a pond in Bolpur, police investigating

Truth Of Bengal: সাত সকালে রহস্যজনক মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরের কালিকাপুরে। এদিন সাতসকালে কালিকাপুর এর জোড়াসাঁকো ক্লাব সংলগ্ন এলাকার একটি পুকুরে এক ব্যক্তির রহস্যজনক মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসীরা।

মৃতদেহটি ওই এলাকারই বাসিন্দা রাজকুমার ব্যানার্জি ওরফে রাজু বলে অনুমান করছেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় টোটো চালক ওই ব্যক্তি প্রায় সময় মদ্যপ অবস্থায় থাকতেন। যে পুকুরে তাকে ভাসতে দেখা গেছে সেই পুকুরের পাশেই তার বাড়ি। একাই থাকতেন তিনি বাড়িতে।

মৃত্যুর কারণ স্পষ্ট ভাবে জানা না লাগেও এলাকাবাসীদের অনুমান মদ্যপ অবস্থায় ওই ব্যক্তি কোন ভাবে পুকুরের কাছাকাছি এসে বেসামাল হয়ে পড়ে গিয়ে এই ঘটনা ঘটতে পারে। ঘটনার খবর জানানো হয়েছে বোলপুর থানার পুলিশকে। এই ঘটনা খতিয়ে দেখবে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles